আজ ১৮ই অক্টোবর আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর ইলিরা প্রকল্পের মাধ্যমে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২১ উপলক্ষে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় ঞোমং মারমা এবং বিশেষ অতিথি সুইক্যচিং মারমা। এবং ইলিরা প্রকল্পের রাজস্থলী উপজেলার নাইক্যছড়া পাড়া মহিলা সমিতি এবং কাকড়াছড়ি উপর পাড়ামহিলা সমিতি দুটি পাড়ার সুবিধাভোগীরা এতে অংশগ্রহণ করেন।এছাড়াও এতে মিউজিক্যাল চেয়ার খেলার আয়োজনে ১ম,২য়,৩য় বিজয়ী তিন জনকে পুরস্কার দেওয়া হয়।