OUR BLOG POST Recent Posts গত ১৫ই অক্টোবর আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর সিসিএ প্রকল্পের মাধ্যমে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২১ উপলক্ষে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের রামহরি পাড়ায় র্যালী ও আলোচনা সভার মাধ্যমে উদযাপন করা হয়। এই দিবসের প্রতিপাদ্য ছিল “সকলের জন্য মানসম্পন্ন খাদ্য উৎপাদনে নারী”, প্রধান অতিথি ছিলেন সম্মানিত বুড়িঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় প্রমোদ খীসা । এছাড়াও বিশেষ অতিথি ছিলেন সান্তনা চাকমা, কার্বারী ও সাধারণ সম্পাদক সিএইচটি নারী কার্বারী ও হেডম্যান নেটওয়ার্ক। এছাড়াও গণস্বাক্ষর সংগ্রহ করা হয় “সম্পত্তিতে নারীর সমান অধিকার” প্রসঙ্গে। আয়োজনে:আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস সহযোগিতায়: মানুষের জন্য ফাউন্ডেশন January 18, 2022 আজ ১৮ই অক্টোবর আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর ইলিরা প্রকল্পের মাধ্যমে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২১ উপলক্ষে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় ঞোমং মারমা এবং বিশেষ অতিথি সুইক্যচিং মারমা। এবং ইলিরা প্রকল্পের রাজস্থলী উপজেলার নাইক্যছড়া পাড়া মহিলা সমিতি এবং কাকড়াছড়ি উপর পাড়ামহিলা সমিতি দুটি পাড়ার সুবিধাভোগীরা এতে অংশগ্রহণ করেন।এছাড়াও এতে মিউজিক্যাল চেয়ার খেলার আয়োজনে ১ম,২য়,৩য় বিজয়ী তিন জনকে পুরস্কার দেওয়া হয়। January 18, 2022 আজ ৭/১২/২০২১ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমিতে FCDO অর্থায়ণে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় MJF এর চারটি পার্টনার এনজিও – আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস, প্রগ্রেসিভ, WEAVE এবং হিল ফ্লাওয়ার-এর যৌথ উদ্যোগে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক “১৬ দিনের প্রচার অভিযান উপলক্ষে মানববন্ধন, আলোচনাসভা ও নাটিকা প্রদর্শন” করা হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব Najma Binte Amin, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশিকা-এর প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ওমর ফারুক ও প্রোগ্রেসিভ-এর নির্বাহী পরিচালক মিজ সুচরিতা চাকমা । এছাড়া আয়োজক সংস্থা সমূহের প্রকল্প সমন্বয়কারীগণ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন । সভায় সভাপতিত্ব করেন WEAVE-এর নির্বাহী পরিচালক মিজ নাইও প্রু মারমা। January 18, 2022